আমার ছাত্র জীবন শুরু পশ্চিম কচুর গুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ।২০০৭সালে আমি pscপরীক্ষায় পাস করে কচুর গুল উচ্চ বিদ্যালয়ে ভর্তী হই ২০১২সালে এস এস সি পরীক্ষাক পাস করি ।বর্তমানে আমি টি এন খানম কলেজের একাদ্বশ শ্রেণীর ব্যবসায় বিভাগের প্রথম বর্ষেরের ছাত্র ।